দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলায় নরেন্দ্র মোদী (PM Modi)। শুক্রবার কলকাতায় এসে একসঙ্গে উদ্বোধন করলেন তিনটি মেট্রো রুটের- নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় (Inaugurates three metro routes)। এর পরে তিনি দমদম সেন্ট্রাল জেলের মাঠে আয়োজিত জনসভার মঞ্চে পৌঁছন। সেখানে কী বললেন তিনি, দেখুন লাইভ আপডেট। কিছুক্ষণ ছাড়া ছাড়া পেজটি রিফ্রেশ করতে থাকুন।