দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে কলকাতার অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পে। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই লাইনের কাজ প্রায় শেষ হলেও চিংড়িঘাটার ৩৬৬ মিটার অসমাপ্ত অংশ আটকে রেখেছিল পুরো প্রকল্পকে। এবার উৎসবের মরসুম শেষ হতেই সেই অচলাবস্থা কাটাতে প্রস্তুতি শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকেই চিংড়িঘাটায় ফের গতি পেতে পারে কাজ।