দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনে কমবে মেট্রোর সংখ্যা। যদিও রেল, বাস, মেট্রোর মতো জরুরি পরিষেবা বন্ধ থাকছে না, তবে ওই দিন নিয়মিত দিনের তুলনায় মেট্রোর (Kolkata metro service) পরিষেবা কমানো হবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ অগস্টে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) মোট ১৮২টি মেট্রো চলবে অর্থাৎ ৯১টি আপ ও ৯১টি ডাউন লাইনে। সাধারণ দিনে এই রুটে সোম থেকে শনি আপ ও ডাউন মিলিয়ে ২৬২টি মেট্রো চলাচল করে।