দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) মিটে গেলেও বাকি মহা-আনন্দের দিন— কার্নিভাল (Carnival Night)। আগামী রবিবার, ৫ অক্টোবর শহরে যখন নামবে দর্শনার্থীর ঢল, তখন ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। ঘোষণা করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে রাতেও চলবে বিশেষ মেট্রো (Special Train)। ব্লু লাইন এবং গ্রিন লাইনে মিলবে অতিরিক্ত ট্রেন পরিষেবা (Blue-Green Line)।