দ্য ওয়াল ব্যুরো: ভোটের তারিখ (Voter Card) ঘোষণা এখনও দূরে। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে (West Bengal Election) কার্যত নির্বাচনী তাপমাত্রা বাড়িয়ে দিতে তৈরি বিজেপি (BJP)। ডিসেম্বর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একের পর এক জনসভা। শুধু মোদী-অমিত শাহের ‘হাই-প্রোফাইল’ সভাই নয়, পুনরায় মাঠে নামছে দলের পুরনো প্রচারমুখ— রথযাত্রা। দলীয় সূত্র বলছে, রাজ্যের পাঁচটি অঞ্চল থেকে শুরু হবে পাঁচটি পৃথক রথযাত্রা।
ডিসেম্বরে মোদীর বাংলা সফর