দ্য ওয়াল ব্যুরো: মাঝমাঠ থেকে সের্জিও বুসকেতস্ক (Sergio Busquets) ডিফেন্স-চেরা থ্রু পাস বাড়াচ্ছেন। আর সময়-মাপা দৌড়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)!
এতদিন এই দৃশ্য হামেশাই দেখেছে ন্যু ক্যাম্প (Camp Nou)। সাক্ষী থেকেছেন বার্সা সমর্থকেরা। এবার ইন্টার মায়ামির কয়েক হাজার অনুগামী দেখলেন দুই মহাতারকার তালমিল। বুসকেতস্কের সেই চিরচেনা অ্যাসিস্ট। মেসির ট্রেডমার্ক ফিনিশ। গোটা ম্যাচ দাপিয়ে বেড়ালেন আর্জেন্তিনীয় তারকা। দু’গোল নিজে করলেন। আর দুটোর রাস্তা খুলে দিলেন।