দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান গত শনিবার যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) ঘোষণা করেছিল। একই সঙ্গে জানান হয়েছিল, সোমবার দুই পক্ষের মধ্যে একটি বৈঠক হবে। সেই বৈঠকের আগে এদিনই একটি সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সেনা (Indian Army)। বিগত কয়েকদিন ধরে পাকিস্তান ঠিক কেমন হামলার ছক করেছিল তার ব্যাখ্যা দেওয়া হয় ওই সাংবাদিক বৈঠক থেকে। এও বলা হয়, পাকিস্তানের সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ভারত।
দ্য ওয়াল ব্যুরো: পাক সেনার (Pakistan Army) ছোড়া ক্ষেপণাস্ত্র পিএল-১৫ (PL-15) ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ প্রতিরক্ষাবাহিনীর বৈঠক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। তার ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। কতটা শক্তিধর চিনের (China) তৈরি এই মিসাইল?
পিএল-১৫ চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। এটি ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি সক্রিয় র্যাডার নির্দেশনা ব্যবস্থা এবং উন্নত বৈদ্যুতিক যুদ্ধবিধি প্রতিরোধ ক্ষমতাসমৃদ্ধ।
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাংবাদিক সম্মেলনে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সফলতা তুলে ধরল ভারতীয় সেনা। ভারত যে সন্ত্রাসবাদ সহ্য করবে না, তাও বুঝিয়ে দেওয়া হল। ভারতীয় নৌ সেনা এবং বায়ু সেনার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্পষ্ট করা হল, পাক নাগরিকদের টার্গেট করা হবে না।
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও এখনও থামেনি 'অপারেশন সিঁদুর।' রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন, সীমান্তে পাকিস্তানের যে কোনওরকম ‘দুঃসাহসিকতার’ যোগ্য জবাব দেবে ভারত (India-Pakistan CeaseFire)।