অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর
গ্রামে প্রায় শতাধিক পরিবার বাস। তবুও উৎসবের সময় আলো জ্বলত না। শোনা যেত না ঢাকের বাদ্যি। চারদিকে পুজোর আমেজ। তবে আর পাঁচটা দিনের মতোই কাটত তমলুকের ধুরপা গ্রামের বাসিন্দাদের সময়। সেই শূন্যতাই কাটিয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডার। জোট বাঁধলেন মহিলারা। ১১ মাসের টাকা নিজেদের জন্য রেখে একমাসের টাকা দিয়ে তৈরি করলেন তহবিল। গ্রামে শুরু হল দুর্গাপুজো।