দ্য ওয়াল ব্যুরো: লাদাখের (Ladakh) দৌলত বেগ ওল্ডি (ডিবিও) সীমান্তপথে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারত। এক নতুন রাস্তার নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক তৈরি হয়ে গেলে পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) উপস্থিতি আরও সংগঠিত হবে।
সাসোমা-সাসের লা-সাসের ব্রাংসা-গ্যাপশান হয়ে ডিবিও পর্যন্ত এই নতুন সড়ক ২০২৬ সালের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর ফলে লেহ থেকে ডিবিও পর্যন্ত দূরত্ব ৭৯ কিলোমিটার কমে আসবে এবং দু’দিনের যাত্রার সময় নামবে মাত্র ১২ ঘণ্টায়।