সৌভিক বন্দ্যোপাধ্যায়
বিহারের এসআইআর (SIR) নিয়ে যখন দেশে আলোচনা চলছিল তখন থেকেই বাংলা নিয়ে ছিল কৌতূহল। অনেকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআইআর (SIR in West Bengal) হবে। রাজ্যের শাসক দল যতই বিরোধিতা করুক, জাতীয় নির্বাচন কমিশন (ECI) নির্ধারিত সময়ই এসআইআর ঘোষণা করেছে রাজ্যে। গত মঙ্গলবার থেকে সেই মতো কাজও শুরু হয়েছে। আর এই আবহেই আবার একই প্রশ্ন দেখা দিয়েছে - নথি কি দেখাতে হবে?