স্বামী জ্ঞানপ্রকাশানন্দ
খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্মচেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন- এ-বিশ্বাস তাঁর অন্তরে দৃঢ় ছিল না। শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' এবং রোমাঁ রোলার 'The Life of Ramakrishna' বই দু-খানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তাঁর সুদৃঢ় হয়েছে। তাঁর লেখা সাহিত্যে এরপর থেকে শ্রীরামকৃষ্ণের বাণী, উপমা বেশ স্থান পেত। এ-সময়ে তিনি প্রায়ই বেলুড় মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুর সঙ্গে মিশতেন। তিনি যে একসময় শ্রীরামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তাঁর নিজের লেখা থেকেই জানা যায়।