দ্য ওয়াল ব্যুরো: প্রযোজক হিসেবে বহু হিট ছবির নেপথ্যে যাঁর নাম, সেই বনি কাপুর এবার শিরোনামে এসেছেন একেবারে ভিন্ন কারণে। ৬৮ বছর বয়সেও তিনি যেভাবে নিজেকে বদলে ফেলেছেন, তা অবাক করেছে অনেককেই। সম্প্রতি জানা গিয়েছে, কোনও ধরনের জিম ট্রেনিং বা শরীরচর্চা না করেই তিনি প্রায় ২৬ কেজি ওজন কমিয়েছেন। এই রূপান্তরের মূলমন্ত্র? কড়া ডায়েট আর জীবনের ধারা বদলের অদম্য মানসিক জেদ।
শোনা যাচ্ছে, বনি কাপুর এখন রাতের খাবার খান না। ডিনারের বদলে খান শুধু স্যুপ। সকালের জলখাবারে থাকছে ফলের রস আর জোয়ারের রুটি। একেবারে নিয়ম মেনে এই ডায়েট অনুসরণ করেই ধাপে ধাপে ঝরিয়েছেন অতিরিক্ত মেদ।