দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ‘মম’। ছবিটি এক মায়ের লড়াই ও আবেগের অনবদ্য কাহিনিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। জাতীয় পুরস্কারজয়ী সেই ছবিটি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। আর এবার সেই ছবিরই আবহ যেন আবার ফিরছে বড়পর্দায়। শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের হাত ধরে।
বলিউড মহলে কান পাতলে শোনা যাচ্ছে, তৈরি হচ্ছে ‘মম’-এর সিক্যুয়েল। ছবিতে থাকছেন খুশি কাপুর, সঙ্গে করিশ্মা তান্না। শ্রীদেবীর ঐতিহ্য ও সংবেদনশীলতার ছাপ যে এই নতুন ছবিতেও বজায় থাকবে, তা নিয়ে অনেকে আশাবাদী।
#REL