দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সঙ্গে বুধবার এনগেজমেন্ট সারলেন অংশুলা কাপুর। বনি কাপুরের মুম্বইয়ের বাড়িতে ওইদিন বসেছিল চাঁদের হাট। পরিবারের হাতে গোনা লোকজন উপস্থিত ছিলেন সেখানে।
অংশুলার অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে অর্জুন কাপুর, জাহ্নবী ও খুশি কাপুর, সোনম ও রিয়া কাপুরকে দেখা যায়। সঙ্গে ছিলেন রোহনের পরিবার ও বনি কাপুরও।
#REL
অংশুলা ইনস্টাগ্রাম কারোসেল পোস্ট করে অনুষ্ঠানের ১৯টি ছবি শেয়ার করেন। বিশেষ মুহূর্তে মা মোনা শৌরী কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি চেয়ারকে সম্মান জানাতে দেখা যায়।
