দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। গান্ধীদের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলা ও দেশজুড়ে চলা SIR নিয়ে আলোচনা হতে পারে। আপাতত শাসক ও বিরোধী দুই শিবিরই এই দুই বিষয় নিয়ে মাঠে নামতে চলেছে।
তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে (DMK) এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party) জানিয়ে দিয়েছে, তারা SIR ইস্যুতে লড়াই আরও জোরদার করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ (Political Interference) ও ‘অনিয়ম’ (Irregularities)–এর অভিযোগ তুলে ইতিমধ্যেই রাস্তায় আন্দোলন শুরু হয়েছে, এবার একই ইস্যু সংসদেও তোলা হবে।
#REL