দ্য ওয়াল ব্যুরো: অনুরাগী থেকে সহকর্মী, সবার সামনে বারবার গম্ভীর মেজাজে ধরা দিয়েছেন জয়া বচ্চন। ক্যামেরার চোখে পড়লেই তিনি বিরক্ত হয়ে ওঠেন, এমনকি অনুরাগীদের কাছেও কাছে যেতে দেন না। কিন্তু ১২ আগস্ট, মঙ্গলবার যে ঘটনা ঘটল, তাতে সবাই চমকে উঠেছেন।
সেদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন আবারও প্রকাশ্যে রেগে যাওয়ার নজির স্থাপন করলেন। এবার শুধু রেগে যাওয়া নয়, এক অনুরাগীর ওপর হাতও তুললেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জয়া বচ্চন যখন দাঁড়িয়ে কথা বলছিলেন, তখনই একজন ভদ্রলোক অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন।
#REL