দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গঙ্গার চরে আটকে পড়া দুই নাবালকে উদ্ধার করল শ্রীরামপুর থানার পুলিশ। বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে হাঁফ ছাড়ল পুলিশ।
জানা গেছে, শ্রীরামপুর থানা এলাকায় ছিন্নমস্তা ঘাটে বেলা সাড়ে বারোটা নাগাদ ১১ ও ১৩ বছর বয়সী দুই নাবালক খেলা করছিল। সে সময় গঙ্গায় ভাটা থাকায় তারা কিছুটা সাঁতরে গঙ্গার মাঝে চরে গিয়ে পৌঁছয়। সেখানে গিয়েও বেশ কিছু সময় চলে খেলাধুলো।
#REL