দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের খবরের শিরোনামে। তবে এ বার সিনেমা নয়, নিজের ব্যক্তিগত জীবনের কারণে। নাগা চৈতন্যর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও ২০১৭ সালের বিয়ের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদে ইতি টানেন এই জনপ্রিয় জুটি। তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'Ye Maaya Chesave' (YMC)-এর সেটে। সেই স্মৃতিতেই সামান্থা নিজের পিঠে করিয়েছিলেন 'YMC' ট্যাটু। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে সেই ট্যাটু আর দেখা যাচ্ছে না।