দ্য ওয়াল ব্যুরো: "যদিও দেরিতে, তবু সে আসিবে…।" সোমবার রাতে একপ্রস্থ কড়া ঘোষণা দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। জানিয়ে দিয়েছেন, একাধিক দেশের উপর শীঘ্রই চাপানো হবে অতিরিক্ত আমদানি শুল্ক। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলির উপর। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ তালিকা ছোট নয়। কিন্তু এর মাঝেই আশার আলো ভারতের (India) জন্য। ট্রাম্প নিজেই জানিয়েছেন, দিল্লির সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত পর্যায়ে। “প্রায় হয়েই গিয়েছে,” বলেছেন প্রেসিডেন্ট।