দ্য ওয়াল ব্যুরো: মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপলকে (Apple) শুল্ক-হুঁশিয়ারি (Tax Threat) দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট জানিয়েছেন, অ্যাপলের ফোন (iPhone) যদি আমেরিকার বাইরে কোনও দেশে তৈরি করা হয় তাহলে তা আমেরিকায় বিক্রি করলে সংস্থাকে ২৫ শতাংশ শুল্ক (25% Tariff) দিতে হবে সরকারকে। এবার ট্রাম্প একইভাবে টার্গেট করলেন দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসং-কেও (Samsung)। তাঁদেরও দেওয়া হল শুল্ক নিয়ে হুঁশিয়ারি।