কাজল বসাক, নদিয়া
থানার লকআপে বসে চোরের একটাই জেদ। আলু ভাজা না হলে ভাত মুখে তুলবে না। শান্তিপুর থানায় ধৃত এক অভিযুক্তের এমন আবদারে বিপাকে পড়ে গেলেন পুলিশ কর্মীরা।
তিনটি বাইক চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তন্ময় রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেখা যায় থানা লকআপে তাকে খাবার দেওয়া হলেও সে কিছুই খাচ্ছে না। পোলাও, মাংস, রুটি সব ফিরিয়ে দিচ্ছে। বারবারই একটাই দাবি জানাচ্ছে, “আমার আলু ভাজা চাই।”
#REL