দ্য ওয়াল ব্যুরো: কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরও রেশ শেষ হয় না। তেমনই এক ধারাবাহিক ছিল 'টাপুর টুপুর' (। আবার টিভি পর্দায় আসতে চলেছে 'টাপুর টুপুর'।
স্টার জলসার ‘টাপুর টাপুর’ ধারাবাহিকটি ছিল দুই বোনের গল্প নিয়ে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অনন্যা বিশ্বাস। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে প্রায় ১২ বছর। ধারাবাহিকটি দর্শক আজও ভুলতে পারেননি।