দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার (SIR - West Bengal Voter List) সংশোধনের কাজ চলছে। তার উপর নজরদারির জন্য গত সপ্তাহে হঠাৎ করেই ১৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তাঁদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত আইএএস (EX IAS), বাকিরা পশ্চিমবঙ্গ ক্যাডারের সিনিয়র আইএএস। এই ১৩ জন আমলা যখন জেলা ধরে ধরে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ায় ফাঁক ও গলদ খুঁজছেন, ঠিক তারই মধ্যে নবান্নও চোখে পড়ার মতো এক নির্দেশ জারি করে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ, প্রবীণ আমলা তথা ১২ জন আইএএস অফিসার (IAS Officer) এবার সরকারি প্রকল্পের কাজের তদারকির জন্য জেলায়