দ্য ওয়াল ব্যুরো: SIR নিয়ে (SIR in West Bengal) BLO-দের জেরবার হওয়ার কোনও না কোনও ছবি সামনে আসছে প্রতিদিন। সামনে আসছে ক্ষোভ-বিক্ষোভ। গোটা রাজ্যজুড়ে জুড়ে চলছে হরেক বিতর্ক। এসবকে পাশ কাটিয়েই মনের জোরে ৮০ শতাংশ কাজ সেরে ফেললেন দুর্ঘটনায় গুরুতর জখম চোপড়ার লালুগছের BLO প্রাণগোপাল দাস।