প্রতীতি ঘোষ ব্যারাকপুর
ছোটবেলায় বাবাকে হারানোর পর আচমকাই অন্ধকার নেমেছিল জীবনে। কিন্তু মা শক্ত হয়ে পাশে দাঁড়ানোয় শেষপর্যন্ত অনেকটাই সহজ হয় জীবন। এবার নিজের অধ্যাবসায়ে আলো জ্বাললেন মধ্যমগ্রাম বিধানপল্লির বাসিন্দা রিক্তা চক্রবর্তী। সর্বভারতীয় স্তরে ইউজিসি নেট পরীক্ষায় জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে দ্বিতীয় হলেন রিক্তা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।