দ্য ওয়াল ব্যুরো: গাজায় ইজরায়েলের (Israel) সামরিক অভিযানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নীরবতাকে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর বক্তব্য, এই হামলা নিছক প্রতিশোধ নয়, বরং "গণহত্যা", আর ভারতের মতো দেশের পক্ষে এটি এক লজ্জাজনক নৈতিক ব্যর্থতা।
মঙ্গলবার হিন্দি খবরের কাগজে প্রকাশিত এক প্রবন্ধে সনিয়া গান্ধী লেখেন, "গাজা (Gaza) সঙ্কটে মোদী সরকারের নীরবতা ভারতের সংবিধানমূলক আদর্শের প্রতি এক কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতা।"