দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে মহাকাশে বিরল ও শক্তিশালী গ্রহ-যোগ তৈরি হয়েছে। জ্যোতিষবিদদের মতে, এই যোগ কোটি কোটি মানুষের জীবনে বড়সড় মোড় এনে দিতে পারে। সম্পর্ক, কর্মজীবন, অর্থ এবং ভাগ্যের উপর এই যোগের প্রভাব পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি, এই গ্রহ-চালনা সমাজ ও বিশ্বেরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
কী এই গ্রহ-যোগ?