দ্য ওয়াল ব্যুরো: আপনার মোবাইলের ঘড়িতে বারবার ১১:১১ সময় দেখা যাচ্ছে? কিংবা হঠাৎ হঠাৎ ২২২, ১০১ বা ১২:৩৪ সংখ্যাগুলো কোথাও না কোথাও চোখে পড়ে যাচ্ছে? গাড়ির নম্বরপ্লেট, দোকানের রসিদ, ঘড়ির কাঁটা—সর্বত্র যেন এক নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি! অনেকেই একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দিলেও, অনেকের মতে এটি একটি ঐশ্বরিক বা মহাজাগতিক বার্তা।