দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটা বারবার ১১:১১-তে থেমে যাচ্ছে? ইনস্টাগ্রামে স্ক্রোল করতেই চোখে পড়ছে ২২২ বা ৭৭৭৭? ডিজিটাল পর্দায় হঠাৎ হঠাৎ এই সংখ্যাগুলোর আবির্ভাব নিছক কাকতালীয় নয়—বিশ্বাস করছেন এখন অনেকেই। সংখ্যার এই বার্তা আসছে নাকি ‘ঊর্ধ্ব জগত’ থেকে! অ্যাঞ্জেল নাম্বার নামে পরিচিত এই রহস্যময় ধারার মাধ্যমে এক প্রাচীন আধ্যাত্মিক দর্শন ফিরে আসছে নতুন মোড়কে, নতুন জাগরণ নিয়ে।
অ্যাঞ্জেল সংখ্যা আসলে কী?