দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি চারপাশে অনেকে লক্ষ্য করছেন অদ্ভুত এক ঘটনা—বারবার একই সংখ্যার পুনরাবৃত্তি। ঘড়িতে ১১:১১, গাড়ির নম্বরপ্লেটে ২২২, বা ফোনের স্ক্রিনে ৩৩৩ দেখা যাচ্ছে ক্রমাগত। অনেকেই ভাবছেন, এ কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনও গভীর মহাজাগতিক বার্তা?
#REL