দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমাদের জীবনযাত্রায় (Planetary Influence) নবগ্রহের প্রভাব অনস্বীকার্য। সূর্যের দীপ্তি থেকে শনির ধীর গতি—প্রত্যেক গ্রহই একেকটি শক্তির আধার, যা আমাদের ভাগ্য, স্বাস্থ্য, মানসিকতা ও সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রাচীনকাল থেকেই (Vedic astrology) মানুষ বিশ্বাস করে আসছে যে গ্রহগুলির অবস্থান ও গতি জীবনের ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে। আজও বহু মানুষ ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার পেছনে এই গ্রহ-প্রভাবকেই (astrological impact) দায়ী করে থাকেন।
জ্যোতিষশাস্ত্র: বিজ্ঞানের এক প্রাচীন শাখা (Vedic science)