দ্য ওয়াল ব্যুরো: সেন্সর বোর্ডের আপত্তি, আদালতে মামলা— একাধিক জটিলতার পর অবশেষে শুক্রবার, ৮ আগস্ট বড় পর্দায় পৌঁছল ‘উদয়পুর ফাইলস’। ২০২২ সালে উদয়পুরে দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের সত্য ঘটনাকে ভিত্তি করে নির্মিত এই ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন মৃত দর্জির পরিবারের সদস্যরা।
মুক্তির দিন উদয়পুরের একটি প্রেক্ষাগৃহে কানহাইয়া লালের দুই ছেলেকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। হলের মাঝে বাবার ছবি রাখা হয়, আর তার দুই পাশে সংরক্ষিত ছিল ছেলেদের আসন। সিনেমায় বাবার মৃত্যুর দৃশ্য দেখার সময় আবেগ সামলাতে পারেননি তারা।
#REL