দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় নদিয়ার চাকদহে (Chakdaha) ঘটল দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি (Bank Robbery)। লালপুর, চাকদহ–বনগাঁ রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং সোনা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে ছ’টা নাগাদ দুই দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে শাটার নামিয়ে দেয়। তারপর কর্মীদের অস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের লকারে থাকা সোনা ব্যাগে ভরে নিয়ে যায়। ওই ব্যাঙ্ক মূলত বন্ধক রাখা সোনার ভিত্তিতে ঋণ দেয়।
#REL