দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলায় (Fake Passport) বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার তদন্তকারীদের নজরে নদিয়ার দুই ভাই। সন্দেহের বাইরে নেই তাঁদের বাবাও।
সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central force) নিয়ে ইডির একটি দল হানা দেয় চাকদহের (Chakdah) দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে। আটক করা হয়েছে কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, তাঁর ভাই, পেশায় রাজমিস্ত্রী বিপুল সরকার। ইডির তালিকায় রয়েছেন তাঁদের বাবাও। আটকে করা হয়েছে তাঁকেও।
#REL