দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল তৃণমূল নেতা খুনে! জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলের জেরেই ভাড়াটে খুনিকে সুপারি দেওয়া হয়। তারাই কাটারি দিয়ে নৃশংসভাবে খুন করে কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে।
পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়। কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ ও বারাসতের দীপক মণ্ডলকে। ঘটনার দু'দিন আগে তারা বিশার বাড়িতে আসে। এলাকায় রেইকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়। তারপর সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়।
#REL