শুভম সেনগুপ্ত
কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়..।
সংসার। স্বামী। সন্তান। পেশা। জীবনের এই চাররকম বিষয়কে সমানতালে সামলে চলতে পারা মহিলার উদাহরণ চারপাশে কম নেই। এভাবে সবটা সামাল দিয়ে চলাটাও সহজ নয়। তার উপর যদি পাঁচ নম্বর এসে যোগ হয়! যার নাম ‘প্রাক্তন’। যার সঙ্গে পেশাগত সম্পর্কে ফিরতে হবে শুধু তা নয়, অনস্ক্রিন রোমান্সও এমনভাবে তুলে ধরতে হবে যা কানায় কানায় পরিপূর্ণ! কম চাপের? সহজ কথা?