শুভদীপ বন্দ্যোপাধ্যায়
স্বর্ণযুগে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতার কথা বললে যাঁর নাম প্রথমেই আসবে তিনি বিকাশ রায়। নায়কের পাশেও উজ্জ্বল তাঁর উপস্থিতি। কখনও ছবির মান দুর্বল হলেও, বিকাশ রায়ের অভিনয়ে খুঁত বার করা যেত না। তবে অভিনেতা বিকাশ রায় আমাদের সকলের চেনা হলেও, পরিচালক বিকাশ রায় আজও বেশিরভাগ দর্শকের কাছে প্রায় অজানা। 'বিকাশ রায় পরিচালক ছিলেন নাকি?' এমন প্রশ্নই আজকের বাঙালি করে বসবে হয়তো? আজ বিকাশ রায়ের জন্মদিনে বলব তাঁর পরিচালিত প্রথম ছবির গল্প।