স্বর্ণযুগে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতার কথা বললে যাঁর নাম প্রথমেই আসবে তিনি বিকাশ রায়। নায়কের পাশেও উজ্জ্বল তাঁর উপস্থিতি। কখনও ছবির মান দুর্বল হলেও, বিকাশ রায়ের অভিনয়ে খুঁত বার করা যেত না। তবে অভিনেতা বিকাশ রায় আমাদের সকলের চেনা হলেও, পরিচালক বিকাশ রায় আজও বেশিরভাগ দর্শকের কাছে প্রায় অজানা। 'বিকাশ রায় পরিচালক ছিলেন নাকি?' এমন প্রশ্নই আজকের বাঙালি করে বসবে হয়তো? আজ বিকাশ রায়ের জন্মদিনে বলব তাঁর পরিচালিত প্রথম ছবির গল্প।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা বিজয় রাজকে যৌন হেনস্থার অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করল মহারাষ্ট্রের গন্ডিয়া আদালত। বিদ্যা বালান অভিনীত 'শেরনি' সিনেমার শুটিং চলাকালীন এক সহ-অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার গন্ডিয়ার অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কেশাও সরতে জানিয়ে দেন যে, এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।