দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নাম কোটা শ্রীনিবাস রাও—রবিবার (১৩ জুলাই, ২০২৫) ভোররাতে হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
চার দশকেরও বেশি সময় ধরে চলা তার অভিনয়-জীবনে তিনি ছুঁয়ে গেছেন ৭৫০-এর বেশি চলচ্চিত্র। খলনায়ক, কৌতুক চরিত্র কিংবা গম্ভীর ভূমিকায়—যে ভূমিকাই হোক, তার অভিনয় ছিল চিরস্মরণীয়। তেলঙ্গনা উপভাষার অনন্য উচ্চারণ আর সংলাপ বলার ভঙ্গিমায় তিনি হয়ে উঠেছিলেন প্রতিটি দর্শকের হৃদয়ের কাছের মানুষ।
#REL