দ্য ওয়াল ব্যুরো: ৯ অগাস্ট, ২০২৫—এই দিনে জ্যোতিষশাস্ত্রে এক বিরল এবং শক্তিশালী গ্রহ-সংযোগ ঘটতে চলেছে, যাকে বলা হয় "প্রতিযুতি দৃষ্টি যোগ"। এই যোগটি গঠিত হবে মঙ্গল ও শনি গ্রহ একে অপরের ঠিক বিপরীতে অবস্থান করলে, অর্থাৎ ১৮০ ডিগ্রির কোণে। এই বিরল সংযোগ পাঁচটি রাশির জন্য একাধারে সৌভাগ্য, পদোন্নতি এবং আর্থিক সাফল্যের দ্বার খুলে দিতে পারে। এমনকি পারিবারিক শান্তি ও মানসিক স্থিতিরও অগ্রগতি ঘটবে।
#REL
গ্রহের শক্তি ও তাৎপর্য