দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে আসন্ন এক বিরল মুহূর্ত নিয়ে উৎসাহে ভরপুর জ্যোতিষশাস্ত্রের (Astrology) অনুরাগীরা। বিশেষ গ্রহসমূহের অদ্ভুত মিলনে তৈরি হচ্ছে শক্তিশালী “ত্রিগ্রহী রাজযোগ” (Trigrahi Rajyog), যা বহু রাশির জাতকদের জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই সময় কয়েকটি ভাগ্যবান রাশি আর্থিক উন্নতির পথে হঠাৎ করেই এগিয়ে যাবে, মিলবে কোটিপতি হওয়ার বিরল সুযোগ। এমন মহাযোগ বহু বছর পর আসে, তাই এই সময়টিকে সুবর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
ত্রিগ্রহী রাজযোগ কী?