দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মহাকাশে (Space) ঘটতে চলেছে এক বিশেষ মহাজাগতিক (Celestial Event) ঘটনা—মঙ্গল (Mars) ও বুধ (Mercury) গ্রহের যুগলবন্দী। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, এই বিরল গ্রহ-সংযোগ (Planetary Conjunction) চারটি রাশির জীবনে আনতে চলেছে অনাবিল সুখ (Happiness), অর্থনৈতিক উন্নতি (Financial Growth) এবং ব্যবসায়িক সাফল্যের (Business Success) সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, এই যোগ কেবল ভাগ্যের দুয়ারই খুলছে না, ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দিগন্তও উন্মোচন করবে।
গ্রহ সংযোগের জ্যোতিষীয় প্রেক্ষাপট