দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর মাসের (September) শুরু থেকেই আকাশে তৈরি হচ্ছে এক বিরল গ্রহসংযোগ। একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ গ্রহ – সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল – তাদের অবস্থান বদলাতে চলেছে। বৈদিক জ্যোতিষ (Astrology) মতে, এই মহাজাগতিক অদলবদল সব রাশির ওপর প্রভাব ফেলবে ঠিকই, তবে বিশেষভাবে উপকৃত হবেন তিনটি রাশির জাতক-জাতিকা। তাদের জীবনে খুলে যাবে ধন, সৌভাগ্য ও সমৃদ্ধির নতুন দ্বার।
গ্রহের গোচরের তাৎপর্য