দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর (September astrology) মাসকে ঘিরে জ্যোতিষশাস্ত্র বলছে, মহাজাগতিক গতিবিধি আনতে চলেছে এক বিশেষ পরিবর্তন। গ্রহের অবস্থান বদলে পাঁচটি নির্দিষ্ট রাশির জাতকদের জন্য খুলে যাচ্ছে আর্থিক উন্নতির নতুন দুয়ার। বিশেষজ্ঞদের মতে, এই মাসে একাধিক গ্রহ একযোগে রাশি পরিবর্তন করবে, যার প্রভাবে তৈরি হবে বিরল শুভ যোগ। সেই যোগই এনে দিতে পারে অপ্রত্যাশিত লক্ষ্মীলাভ ও সমৃদ্ধি।
সেপ্টেম্বরে গ্রহের অবস্থান ও তাৎপর্য