দ্য ওয়াল ব্যুরো: এ কেমন পিচ, যেখানে চার ইনিংসে সতেরোশোর উপর রান ওঠে!
প্রশ্নে এজবাস্টনের পিচ। আর প্রশ্ন তুললেন যিনি, তিনি ভারত কিংবা ইংল্যান্ড—কোনও শিবিরের খেলোয়াড় নন। প্যাট কামিন্স, অস্ট্রেলীয় অধিনায়কের সওয়াল ইংল্যান্ডের পাটা উইকেট নিয়ে। বিদ্রূপের সুরে জানালেন, এমন বাইশ গজ দেখলে কেউই বোলার হতে চাইবে না!
সম্প্রতি তৃতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। যিনি ব্যক্তিগত সাফল্য ও অধিনায়ক হিসেবে প্রথম জয়লাভ সত্ত্বেও পিচের গুণমান নিয়ে বিরক্তি জানিয়েছেন।