দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কটা দিন! অগস্ট মাস (August Month) থেকেই বদলে যেতে চলেছে ভাগ্যচক্র। জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, এই মাসেই তৈরি হচ্ছে এক বিরল মহাজাগতিক রাজযোগ, যা ৫টি রাশির জাতক-জাতিকার জীবনে নিয়ে আসবে অর্থ, কেরিয়ার, সম্পর্ক এবং সুখের উজান। বহুদিনের আটকে থাকা কাজ গতি পাবে, আসবে কেরিয়ারে অগ্রগতি, আর্থিক সাফল্য এবং সম্পর্কেও আনন্দের সঞ্চার ঘটবে।