দ্য ওয়াল ব্যুরো: চরিত্র বদলাবে। প্রজন্ম পাল্টাবে। খেলোয়াড় আসবে-যাবে। কিন্তু ড্রেসিং রুমের সংস্কৃতি যেন এমনই থাকে। এই জেতার ইচ্ছে, লড়াইয়ের ঝাঁজ যেন এতটুকু ফিকে না হয়। যেন সবাই এই সংস্কৃতির অংশীদার হতে চায়।
ওভাল টেস্ট জিতে ‘আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি’র (Anderson-Tendulkar Trophy) সম্মান আধাআধি বাঁটোয়ারা করে দেশে ফেরার আগে সাজঘরে উপস্থিত ক্রিকেটারদের এমনই ভাষায় উদ্বুদ্ধ করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir Pep Talk)।