দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টের কাছে সোমবার রাতে গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে আট জনের। ঘটনার পর থেকে একাধিক তথ্য সামনে এসেছে। মিলেছে সিসিটিভি ফুটেজও। ওই গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তাকে দেখা গেছে ফুটেজের কিছু অংশে। এই ঘটনায় এবার নতুন মোড়।
মঙ্গলবার সকালে সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এক চিকিৎসক উমর মহম্মদের নামে নিবন্ধিত ছিল। ওই চিকিৎসকই ‘হোয়াইট কলার’ সন্ত্রাস মডিউলের সদস্য, যাদের সম্প্রতি জম্মু–কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
#REL