দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্ট (Independence Day) ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) দেশবাসীর প্রতি আহ্বান জানালেন, তাঁরা যেন স্বাধীনতা দিবসের ভাষণের জন্য তাঁদের মতামত, চিন্তা ও পরামর্শ জানান।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন— “স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি আমার প্রিয় ভারতবাসীর মতামত শুনতে আগ্রহী! এবারের ভাষণে কী কী থিম বা ভাবনা উঠে আসা উচিত বলে মনে করেন? MyGov-এ অথবা NaMo App-এ ওপেন ফোরামে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত…”