দ্য ওয়াল ব্যুরো: বয়স খাতায়-কলমে ৩৮। হালকা চোট–আঘাতের ছাপ কোর্টের মুভমেন্টে স্পষ্ট বোঝা যায়। তবু একের পর এক গ্র্যান্ডস্ল্যামে স্রোতের প্রতিকূলে হেঁটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। ইউএস ওপেনের (US Open) শেষ ষোলোয় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে (Jan-Lennard Struff) উড়িয়ে দিয়ে রেকর্ডবুকে আরও একটি অধ্যায় লিখে রাখলেন সার্বিয়ান মহাতারকা। স্ট্রেট সেটে জয়—৬-৩, ৬-৩, ৬-২। সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট।