দ্য ওয়াল ব্যুরো: সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে বদলে যায়। বদলে যায় ভাবনা। নবান্ন অভিযান (Nabanna Abhijan) রুখে দিতে প্রশাসনের নিরাপত্তা নিশ্ছিদ্র করার ভাবনা ও কৌশলও যে সময়ের সঙ্গে বদলে গেছে শনিবার দেখল কলকাতা (Kolkata)।
এক বছর আগে আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Protest) চিকিৎসক ছাত্রী খুনের বিচার দাবিতে নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলো আজ, ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তবে, এই আন্দোলনকে ঠেকাতে প্রশাসন একেবারে প্রস্তুত। এবারের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন ও শক্তিশালী, যা এক কথায় ‘দুর্গে’ পরিণত করেছে নবান্নকে।