দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (Karthik Maharaj) বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত।
দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্থার মামলায় একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে তিনি নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
দ্য ওয়াল ব্যুরো: কসবায় (Kasba Case) আইন কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে (College-University) স্টুডেন্ট ইউনিয়ন (Student Union Rooms ) রুম বন্ধের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে আদালত।
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের (College Union Election) ক্ষেত্রে সরকারের ভূমিকা ঠিক কতটা, সেটা স্পষ্ট করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে জানতে চেয়েছে, ভোটে সরকারের (State Govt) হস্তক্ষেপের কোনও ভূমিকা রয়েছে কিনা।
দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজের (Kasba Law College) ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তে (CBI) আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। তাঁরা চান, কলকাতা পুলিশ (Kolkata Police) যেভাবে তদন্ত করছে সেভাবেই যেন তদন্ত চালিয়ে যাক।
বুধবার আদালতে এসে তাঁরা আইনজীবী নিযুক্ত করেছেন। পাশাপাশি, কসবা কাণ্ডে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলায় তাঁরা যুক্ত হওয়ার আবেদনও জানিয়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (Karthik Maharaj) বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না রাজ্য। আদালতে এমনটাই জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (AG)। বিচারপতি জয় সেনগুপ্ত এও জানিয়ে দিয়েছেন, এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবারই।
এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আরও একটি গুরুতর অভিযোগ তোলে মামলাকারী পক্ষ। তাঁদের তরফে জানানো হয়, কার্তিক মহারাজের বিরুদ্ধে যিনি প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে তথ্য দিয়েছেন, তাঁকেই এখন পুলিশ হেনস্তা করছে। এই অভিযোগ তুলে মামলার ডায়েরির অনুমতি চান এক আইনজীবী।
দ্য ওয়াল ব্যুরো: 'দুর্নীতি ধরা পড়লে, চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা জড়িত আছেন তা দেখলেও কি একজন বিচারপতি চুপ করে থাকবেন?' ৩২ হাজার চাকরি বাতিল (32 thousand job cancel) মামলায় এমনই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Justice Tapabrata Chakraborty)। তাঁর পর্যবেক্ষণ, সবাই চুপচাপ থেকে গেছে। দুর্নীতি হয়েছে অথচ হস্তক্ষেপ করতে বারণ করছে।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ধর্ষণকাণ্ডে (Kasba Incident) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)কে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
তবে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলির মধ্যে থেকেই মিছিল করতে হবে। আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।
#REL
কী কী শর্ত?
সময়সীমা: মিছিল দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।